-সত্যানন্দ মহারাজ
হে প্রভু- আমায় সৎ ও সাহসী হওয়ার অনুপ্রেরণা দাও। নিজেকে কখনো যেন দুর্বল না ভাবি, অসহায় না ভাবি। সদা-সর্বদা যে তুমি আমার সাথে আছ।
যা আমাকে সৎ ও সাহসী হতে উৎসাহিত করবে- সেই অনুভূতি যেন আমায় না ছাড়ে।
‘বটবৃক্ষ করো আমায় ওগো প্রেমময়- আমার ছায়া দিয়ে করবো সেবা-এই দুনিয়ায়।’ এই প্রার্থনা যেন আমার একমাত্র প্রার্থনা হয়।
‘তব করুণা ধারা ঝড়ে পড়ুক, ঝড়ে পড়ুক মোর চিত্তে। তব অপরূপ মহিমা সদা উজ্জ্বল প্রকাশিত হোক এই মাঝারে, এই মাঝারে।’
আমার সকল দুর্বলতা কাটিয়ে দাও প্রভু। আমার এই চিত্ত বিনা যেন শুধু তোমার সুরেই বাজে। আমায় একনিষ্ঠ করো।
‘তুমি ছাড়া আর কে আছে আমার প্রাণময়’ কেঁদে বলে- ‘হে পরমগুরু গো- তোমার মন হৃদয় করে দাও, তোমার মত নিষ্কাম করে দাও, প্রেমিক করে দাও, প্রাণ করে দাও।’
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি না। কি দিয়ে তোমায় পূজা করতে হয়- তাও জানি না। আমি যেন মনেপ্রাণে শুধু এইটুকু অনুভব করতে পারি যে- ‘শুধু তুমিই আছেো, তুমিই আছো মোর চিত্তে।’
আমার জীবন জুড়িয়ে দাও- জীবন জুড়িয়ে দাও গো প্রভু- জীবন জুড়িয়ে দাও।
মন আকাশে নিত্য বাতাস ভরাট করে দাও। আমার প্রাণ ভরিয়ে দাও, আমার মন ভরিয়ে দাও। আমার জীবন জুড়িয়ে দাও গো প্রভু- জীবন জুড়িয়ে দাও।