আমার মন যদি সুপথে যায়
আমার মন যদি সুপথে যায় মতে এসে।
তবে ব্রহ্মাণ্ডে করি’ করতল, যমরাজার ভয় কিসে।
ও মনের পায়ে ধরি,
রাধাকৃষ্ণ-নামামৃত
বল হরি হরি।
কর শুদ্ধ সাধন,
রস-আস্বাদন,
ব’সে থাক দিলখোশে।।
আমার মন যে গরজী,
সে নয় কাজের কাজী,
দেখে শুনে তবু তো মন
হ’ল না রাজী;
পলকে প্রলয় ঘটায়
ফিরায় গো দেশ-বিদেশে।।
আমার মন যে ঘোড়া,
তার পাঁচ লাগাম জোড়া,
পাঁচজনায় পাঁচ দিকে টানে,
খাচ্ছে গো কোঁড়া।
জ্বালায় চৌদ্দ ভুবন দেখায়,
মজবে কিসে প্রেমের রসে।।
আমার মন যে বিকল,
সে জানে কত ছল
হরিবুলি মন বলতে পারে
কুবোল-সুবোল;
রাম গোঁসাই বলে উত্তমারে,
ঘুচল না মনের দিশে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….