এমন দিন কবে হবে
এমন দিন কবে হবে, পাব মনেরি মানুষ-রতন।
আকারে নয় ত মানুষ, প্রেম-ধরম তাহার লক্ষণ।।
প্রেম-রসের মানুষ যারা,
জীয়ন্তে মরেছে তারা,
রিপু ছয় তাদের সারা,
বয়েছে জীবন।।
প্রাণ কাঁদে যার মানুষ তরে,
মানুষ এসে দয়া করে,
সেই মানুষ বিরাজ করে
দেখ এই চৌদ্দ ভুবন।।
মানুষ ভেবে মানুষ হবে
যেন সাপের খোলস ছেড়ে যাবে,
ভাবময় দেহ পাবে,
হবে সেই দেহে প্রেমের সাধন।।
শ্রীচৈতন্য মানুষের নাম,
গোলক-বৃন্দাবন যাহার ধাম,
কেউ বলে তারে নবঘনশ্যাম,
কেউ বলে গৌরবরণ।।
এক মানুষ জগতের নাথ,
গৌর নিত্যানন্দ সীতানাথ,
শ্রীবাস গদাধরের সাথ,
আছে সর্বতন্ত্রে নিরূপণ।।
মহামায়ায় দিন-কানা,
আমি দেখি মানুষ নানা,
এখনও ভ্রম গেল না,
পাজী কে আছে আমার মতন।।
গোঁসাই প্রসন্নেরি দাস
অধম হরির এই অভিলাষ-
রাখ গুরু-চরণের পাশ,
দয়ায় করাও মানুষ-দরশন।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….