অনুরাগ নইলে কি গৌরচাঁদ আসে
ভাবছ কি মন, ব’সে ব’সে,
অনুরাগ নইলে কি গৌরচাঁদ আসে।
চাষ করেছ পরশমণি,
ফললে রতন রাখবি কি সে।।
আসলে তুই বে-বনেদী,
আশা-দেহে শুষ্ক নদী,
তাতে ছয়জনা বাদী,
বেদ-মতে ভেদ নাই, সবাই বলে,
টিক ধ’রে নীর নিলে শুষে।।
আজন্মকাল ঝাঁট পড়ল না,
চাম-চটা এগার জনা,
তারা করেছে থানা,
ঠাঠ-করা তালপাতার কুঁড়ে,
কুঁড়ে রইলো বুঁজে
পাঁশে তুষে।।
গোঁসাই হরি কয় বারংবার,
ও তোর নান্দায় গুড় নাই, ভোঁ ভোঁ সার,
এসে করলি কি এবার,
পোদোর মন্দিরেতে নাই রে মাধব,
শাঁখ ফুঁকে গোল করলি শেষে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….