আপনাকে চিনলে পরে চেনা যায় পরওয়ারদিগরে
আপনাকে চিনলে পরে চেনা যায় পরওয়ারদিগরে।
সাঁই নিরাকারে নিরন্তরে খেলছে খেলা এই আকারে।।
খোদার খোদা
নাই সে জুদা
আরশে খোদা দেলে ঘরে।
আছে দশ জাঙালে সে ঘর ঘেরা
দেখতে পাবি নছীব-জোরে।।
‘মান আরফা নাফছাহু ফাকাদ আরফা’তে আছে প্রচার।
সে যে আপনাকে আপনি বলেছেন নবী পরওয়ারে।
সুগুম সেই মোকামে হাজির থাকো দেল-হুজুরে।
সে যে হ’য়ে ফানা রূপখানা আশকে মাশুক ঘেরে।।
দরবেশ লালন শা’ কয়,
তরিক এই হয়,-
বন্দেগি হাল্লাজের তরে।
দুদ্দু তরিক ভুলে খাবি খেয়ে
দেশ-দেশান্তর বেড়ায় ঘুরে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….