ভাবের ভাবুক
ভাবের ভাবুক, প্রেমের প্রেমিক
হয় রে যে জন,
ও তার বিপরীত রীতি-পদ্ধতি,
কে জানে কখন
সে থাকে কেমন।।
তার নাই আনন্দ-নিরানন্দ (ভাবের মানুষ)
লভি’ নিত্য প্রেমানন্দ,
আনন্দ সলিলে যেন
তার ভাসছে দুনয়ন;
ও সে কখন আপন মনে হাসে
আবার কখন বা করে রোদন।।
সে জ্বালাইয়ে প্রেমের বাতি
ব’সে থাকে দিবারাতি,
ভাব-সাগরের অকূল পাথারে
ডুবায়ে দেয় মন।
ও তার হ’লেও সুখের চাবি হস্তগত
করে না সুখ অন্বেষণ।।
তার চাল-চলন সব বে-আড়া,
সকল কাণ্ড সৃষ্টিছাড়া,
পূর্ণিমার চাঁদ হৃদয়-বেড়া
তার আছে সর্বক্ষণ।
সে শশীর নিশিদিশি সমান উদয়
সে চাঁদের আর নাই রে অস্তগমন।।
(তার হৃদয় চাঁদের)
তার চন্দনে হয় যেমন প্রীতি,
পাঁক দিলেও হয় তেমনি তৃপ্তি;
চায় না সে ধন-জন-খ্যাতি
তার তুল্য পর-আপন।
সে আসমানে বানায় ঘরবাড়ী
দগ্ধ হ’লেও এ চৌদ্দভুবন।।*
*এই গানটি ৩/৪ স্থান হইতে পাওয়া গিয়াছে, কোথাও ইহার ভণিতা তাই। সামান্য একটু আধটু পরিবর্তন আছে।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….