বোকা হয় গেলে ঢাকা সহরে
বোকা হয় গেলে ঢাকা সহরে।
বিষম ঘোর লাগবে চোখে
শহর দেখে,
ঘোরে ঘোর অন্ধকারে।।
দেবতা, ঋষি, মুনি
দেখে সেই শহরখানি,
বুদ্ধিহীন হয় তখনি
নিরূপন করিতে নারে।।
ফির আসবে কিসে,
ঝিমায় ব’সে
বিদ্যা-বুদ্ধি নেয় হ’রে।।
অনেকে জানে সন্ধি,
যে যাবে হবে বন্দী,
বেড়াবে কান্দি’ কান্দি’
শহরের গলিতে প’ড়ে।
সেথায় বিধি-বিষ্ণুর
লাগে ধাঁধা,
তেমাথা রাস্তা হে’রে।।
ঢাকাতে ঢাকেশ্বরী
এলোকেশী, দিগম্বরী,
রণবেশ-ভয়ঙ্করী,
আছেন তিনি অসি ধ’রে।
সেথায় সিদ্ধপীঠে
শ্মশান ঘাটে
তরঙ্গ বয় রুধিরে।।
ভোলানাথ শক্তি পূজে,
সহরের সন্ধি বুঝে,
নিয়েছে খুঁজে খুঁজে
নিজ কার্য-সাধন ক’রে।
যাদবিন্দু বোকা
গুবরে পোকা
এইবার পড়েছিস যমের ঘরে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….