বন্ধু যদি হইত নদীর জল পিপাসাতে পান
করিয়া পোড়া প্রাণ করতাম শীতল।।
যাইতাম ঘাঠে কলসি নিয়া, মীন হয়ে থাকতাম মিশিয়া গো
আনন্দে সাঁতার কাটিয়া, মধ্য গাঙে হইতাম তল।।
হইয়াছি চরণ ছাড়া, বনপোড়া হরিণীর ধারা গো
থাকতাম আমি জীবন ভরা, সে যদি হইত জঙ্গল।।
বন্ধু যদি হইত বাঁশি, আমি হইতাম কালো শশী গো
তমালের ডালে বসি, তার নামে গাইতাম গজল।।
সময় বাকি নাহি গো বেশি, বন্ধু যদি হইত রশি গো
গলেতে লাগাইতাম ফাঁসি, বলে দূর্বিন শাহ পাগলে।।