বড়র কাজ দায় গো জেনো
বড়র কাজ দায় গো জেনো,
ছোট হ’লে মিলে প্রাণের হরি।।
দেখ, মেঘ থেকে পড়ে জল,
আশ্রয় করে নিম্ন স্থল,
নিশ্চয় জানিও কেবল
নীচে জমে কৃপাবারি।।
ছোট কি ছোট হ’তে পারে,
বড় হবার আশা করে,
যার মন রয়েছে মান-খাতিরে
কিরূপে করবে ফকিরি।।
ছয় রিপু খাটো কর,
জ্ঞানের আরশি হাতে ধর,
বাঁকা মন সরল কর,
ভজনেস হবে অধিকারী।।
একটি সার যুক্তি ধর,
মাটির কাছে শিক্ষা কর,
শক্ত বাঁধ বাঁধিয়ে সর,
পাঁকে পড়বে না তরী।।
শ্রীগুরুর চরণে বাস
যার হয় না আশা, তার সর্বনাশ;
দিনে দিনে ভজনে উল্লাস,-
ত্বরায় যাও হে মদন মারি’।।
উপজিলে প্রেমাঙ্কুর,
ভাঙবে তোমার দু:খের পুর,
সেই প্রসন্ন মথুরাপুরী,
কেমনে বাঁচবে হরি প্যারী।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….