তোরা দেখ নারে মন দিব্য নজরে
তোরা দেখ নারে মন দিব্য নজরে। চারি চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।। হলে সে চাঁদের সাধন অধর চাঁদ হয় দরশন…
ভবঘুরেকথা.কম ‘গুরুপদ’ ভাগে চেষ্টা করে চলেছে বিভিন্ন সাধকদের রচিত ভাববাদী-মরমী গানের কথাগুলোকে সাধকের তত্ত্বভিত্তিকভাগে বিন্যাস করে প্রকাশ করার। তারই ধারাবাহিকতায় এই বিভাগে গানের কথা পরিবেশন করার প্রয়াস চলছে।