রুমির মসনবীকে একটু একটু করে কি সহজ ভাষায় অনুবাদের চেষ্টা করা যায় না? আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষের পক্ষে এ কাজ রীতি মতো গর্হিত অপরাধের মধ্যে পরে; তা আমি নিজেই বুঝি। তারপরও রুমির মসনবীকে আরেকটু সহজ ভাষায় না প্রকাশ করে যেন স্বস্তি পাচ্ছি না কিছুতেই।