শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর যে মতবাদ প্রচার করে গেছেন তাই পরিচিত মতুয়া মত নামে। প্রেমময় এক শুদ্ধ সাধনের নাম মতুয়া মত। যে মতে তথাকথিত সামাজিক বিভাজনকে ভেঙে দিয়েছে মানুষের অধিকার। শ্রেণী প্রথার ভিত্তিতে যাদের নিম্নজাতি বলে অবহেলা করা হয়েছে ইতিহাসে। তিনি তাদের দিয়েছেন মানুষ হয়ে বেঁচে থাকবার মর্যাদা।
-মূর্শেদূল কাইয়ুম মেরাজ মতুয়া দ্বাদশ আজ্ঞা: ১১ মার্চ ১৮১২ সালে অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ওঢ়াকাঁন্দির সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ…