ফকিরকুলের শিরোমণি ফকির লালন সাঁইজির গানকে বেশ কিছু তত্ত্বে ভাগ করা হয়। তার একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো এই রাসুলতত্ত্ব। ফকির লালন সাঁইজি তার রচিত রাসুলতত্ত্বের পদে কেবল রাসুলের গুনগানই নয়। সমর্পণের যে ভাব তিনি উপস্থাপন করেছেন তা আশেককুলকে করে তোলে মাতোয়ারা। আর সেই সব পদকে একত্রিত করারই এই আয়োজন-