বাউল গানের আবেদন কখনো শেষ হয় না। যথার্থ বাউল গান চিরকালীনই সমকালীন থেকে যায়। নতুন ধারায় হয়তো তা উপস্থাপন হয় নতুন প্রজন্মের কাছে। তা শুনতে শুনতেই আবার মানুষ খুঁজতে শুরু করে মূল সুর-মূল কথা। আবার নতুন করেও প্রতিনিয়ত মানুষ তার ভেতরের বাউল সত্ত্বাকে প্রকাশ করে নতুন নতুন পদ রচনা করে। সেই সকল উল্লেখযোগ্য সাধক বাউলদের পদকে উপস্থাপনের চেষ্টা করছে ভবঘুরেকথা-