তোমার চোখে অনেক জল
মা গোতোমার চোখে অনেক জল।কোন সাগরে যোগায় জোয়ারঅবিরল করে টলমল।। স্নেহ ভরা স্নিগ্ধ প্রেমেতাই মেতে রই মাতৃনামে,তুমি যে মোর পরিনামেকুমারিকা…
এই পদটিতে সুর লাগালে মরমী অনুরাগীদের হৃদয়ে যে নামটি নাড়া দেয় তিনি ভবা পাগলা। প্রকৃত নাম ভবেন্দ্র মোহন চৌধুরী। ঢাকার অদূরেই ধামরাই থানার আমতা গ্রামে এই মহান সাধকের জন্ম। তার রচিত অগনিত গান আজো মানুষকে গভীরে নিয়ে যায় ভাবনার। সেই সকল গানকে একত্রিত করে পাঠকের কাছে তুলে ধরবার জন্যই এই ক্ষুদ্র আয়োজন-