নিয়ত রমণ কর
(রাগিণী খাম্বাজ-তাল একতালা) মন মজরে ভজন মাধুরীতে।নিয়ত রমণ কর, হরিপদ যোনিতে।। কালী কৃষ্ণ শিবযোগ, প্রস্ফুটিত যোনিমুখ,ব্রহ্মানন্দ রস তাহে, পাবে মৈথুনেতে।।…
মহর্ষি মনোমোহন দত্ত বাংলার মরমী সাধকদের মধ্যে এক অমূল্য রত্ন। তিনি জন্মেছিলেন ১২৮৪ বাংলা সনের ১০ মাঘ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে। ১৩১৬ সনের ২০ আশ্বিন অল্প বয়সেই তিনি দেহত্যাগ করেন। তিনি বেঁচে ছিলেন মাত্র ৩১ বছর ৭ মাস। এই সংক্ষিপ্ত জীবনেও তিনি লিখে গেছেন অসংখ্য গান। আর সেই সব গান তুলে ধরবার এই আয়োজন-