আমি মরিয়া পাই যদি
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ।(আরে) তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবন।। মরিয়া মরিয়া যদি, শ্যামের লাগাল পাই।রাঙ্গা চরণে…
হাসন রাজার গানে পরমের সাথে মিলনের আকুতি, জীবনের ক্ষণস্থায়ীত্ব, জগতের অনিত্যতা, সংসারাবদ্ধ ও প্রমোদমত্ত মানুষের সাধন-ভজনে অক্ষমতার খেদোক্তি প্রধানত প্রতিফলিত হয়েছে। জগত সংসারের বৃথা কাজে ভুলে থেকে প্রভুর নাম নিতে পারছেন না বলে নিজেকে দীনহীন ভেবে করুণ সুরে হাসন রাজা দুঃখবোধ করছেন বারংবার। আর তার রচিত সেই সব গান তুলে ধরবার এই আয়োজন-