ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা সংগীত

তব সিংহাসনের আসন

তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে- মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥ একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;…

তাই তোমার আনন্দ

তাই তোমার আনন্দ আমার ‘পর তুমি তাই এসেছ নীচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হত যে মিছে। আমায় নিয়ে মেলেছ…

আমার সকল কাঁটা

আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥ আমার অনেক দিনের…

আমায় ভুলতে দিতে

আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥ দূরে গিয়ে বাড়াই যে…

জানি নাই গো

জানি নাই গো সাধন তোমার বলে কারে। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে ॥ অবোধ আমি ছিলেম বলে যেমন…

ওদের কথায় ধাঁদা লাগে

ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি। তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥ হৃদয়কুসুম আপনি ফোটে,…

ওঠো ওঠো রে

ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে। মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ॥ সকলেই তাঁর কাজে…

নিশিদিন চাহো

নিশিদিন চাহো রে তাঁর পানে। বিকশিবে প্রাণ তাঁর গুণগানে ॥ হেরো রে অন্তরে সে মুখ সুন্দর, ভোলো দুঃখ তাঁর প্রেমমধুপানে…

শোনো তাঁর সুধাবাণী

শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে- ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে আপন কথা ॥ আকাশে দিবানিশি উথলে সঙ্গীতধ্বনি তাঁহার, কে শুনে…

নূতন প্রাণ দাও

নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে ॥ বিষাদ সব করো দূর নবীন আনন্দে, প্রাচীন রজনী নাশো নূতন উষালোকে ॥ …………………..…
error: Content is protected !!