ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা সংগীত

পূর্বগগনভাগে

পূর্বগগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণরাগে। শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক কর’ রে, অমৃতে ভর’ রে- অমিতপুণ্যভাগী কে জাগে কে জাগে…

শুভ্র নব শঙ্খ

শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল শুভজাগরণ-গীত। অরুণরুচি আসনে চরণ তব রাজে, মম হৃদয়কমল বিকশিত॥ গ্রহণ কর’ তারে…

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন! হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন ॥ শুন রে…

দাঁড়াও মন

দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ ॥ বিপুলমহিমাময়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ ॥ সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা তপন…

নদীপারের এই আষাঢ়ের

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি। সবুজ-নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে…

তুই কেবল থাকিস সরে সরে

তুই কেবল থাকিস সরে সরে, তাই পাস নে কিছুই হৃদয় ভরে ॥ আনন্দভাণ্ডারের থেকে দূত যে তোরে গেল ডেকে- কোণে…

বাধা দিলে বাধবে লড়াই

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে। পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥ লুঠ-করা ধন ক’রে জড়ো কে হতে চাস…

জীবন যখন ছিল ফুলের মতো

জীবন যখন ছিল ফুলের মতো পাপড়ি তাহার ছিল শত শত ॥ বসন্তে সে হ’ত যখন দাতা ঝরিয়ে দিত দু-চারটি তার…

ভুবন হইতে ভুবনবাসী

ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে। হৃদয়মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ- কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে ॥ হেথা…

গভীর রজনী নামিল হৃদয়ে

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই ॥ সকল বাসনা চিত্তে এল…
error: Content is protected !!