ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা সংগীত

আপনারে দিয়ে রচিলি

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ! খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥ মুক্তি আজিকে নাই কোনো ধারে,…

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই-যে তিনি, ওই-যে বাহির পথে ॥ আয় রে ছুটে, টানতে হবে রশি- ঘরের কোণে রইলি কোথায়…

জড়ায়ে আছে বাধা

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। জানি…

আমার যা আছে আমি

আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ- আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা ॥…

জাগিতে হবে রে

জাগিতে হবে রে- মোহনিদ্রা কভু না রবে চিরদিন, ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে ॥ জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে, ফিরে তাঁর কালচক্র…

প্রতিদিন আমি হে

প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে। করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে…

নিশীথশয়নে ভেবে রাখি

নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী, প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি ওগো অন্তরযামী ॥ জাগিয়া বসিয়া শুভ্র আলোকে…

প্রতিদিন তব গাথা

প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর- তুমি দেহো মোরে কথা, তুমি দেহো মোরে সুর- তুমি যদি থাক মনে বিকচ কমলাসনে,…

নিবিড় ঘন আঁধারে

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা। মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা ॥ বিষাদে হয়ে ম্রিয়মাণ বন্ধ না করিয়ো গান,…

হবে গো এইবার

এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার- আমার এই মলিন অহংকার॥ দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হল দাগি,…
error: Content is protected !!