ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা সংগীত

ঘাটে বসে আছি আনমনা

ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়- সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয় ॥ দিন যায় ওগো…

মন তুমি

আমার মন তুমি, নাথ, লবে হ’রে আমি আছি বসে সেই আশা ধরে ॥ নীলাকাশে ওই তারা ভাসে, নীরব নিশীথে শশী…

আজি মম মন

আজি মম মন চাহে জীবনবন্ধুরে, সেই জনমে মরণে নিত্যসঙ্গী নিশিদিন সুখে শোকে- সেই চির-আনন্দ, বিমল চিরসুধা, যুগে যুগে কত নব…

আমি কারে ডাকি গো

আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে। আমি হাত বাড়িয়ে আছি, আমায় লও কেড়ে লও লুটে ॥ তুমি…

ডাকিছ শুনি জাগিনু প্রভু

ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে। আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে ॥ খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে। হেরিল…

বসে আছি হে

বসে আছি হে কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি ॥ কবে প্রাণ জাগিবে, তব…

হৃদয়নন্দনবনে নিভৃত

হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে। এসো হে আনন্দময়, এসো চিরসুন্দর ॥ দেখাও তব প্রেমমুখ, পাসরি সর্ব দুখ, বিরহকাতর তপ্ত চিত্ত-মাঝে বিহরো…

নব রূপে এসো প্রাণে

তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো গন্ধে বরনে, এসো গানে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো…

আবার এরা ঘিরেছে

আবার এরা ঘিরেছে মোর মন। আবার চোখে নামে আবরণ ॥ আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই…

যতবার আলো জ্বালাতে চাই

যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যে লতাটি আছে শুকায়েছে মূল কুঁড়ি…
error: Content is protected !!