নমি নমি চরণে
নমি নমি চরণে, নমি কলুষহরণে ॥ সুধারসনির্ঝর হে, নমি নমি চরণে। নমি চিরনির্ভর হে মোহগহনতরণে ॥ নমি চিরমঙ্গল হে, নমি…
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালীর গুরুদেব। বলা হয়ে থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে যা লিখেছেন। তা পড়তে এক জনম যথেষ্ট নয়। আর বুঝে অনুধাবন করতে লাগে কয়েক জনম।