আমার হৃদয়সমুদ্রতীরে
আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে! কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥ হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে, তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি…
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালীর গুরুদেব। বলা হয়ে থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে যা লিখেছেন। তা পড়তে এক জনম যথেষ্ট নয়। আর বুঝে অনুধাবন করতে লাগে কয়েক জনম।