দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে। তোমার দৃষ্টি হৃদয়ে লাগে॥ সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, আমার পরান পলকে পলকে…
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালীর গুরুদেব। বলা হয়ে থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে যা লিখেছেন। তা পড়তে এক জনম যথেষ্ট নয়। আর বুঝে অনুধাবন করতে লাগে কয়েক জনম।
