পরদিন প্রাতঃকালে
শ্রীশ্রীগুরুচাঁদ কর্তৃক লক্ষ্মীখালীতে কালীপূজা “তারিণী দুর্গ সংসার সাগরস্যাচলোদ্ভবে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জাহি।।”-অর্গলা স্তোস্ত্রম (শ্রীশ্রীচণ্ডী) পরদিন প্রাতঃকালে…
হরিচাঁদ ঠাকুরের মনবতার এই বারতা বয়ে নিয়ে চললেন তার পুত্র গুরুচাঁদ ঠাকুর। ইতিহাসের অদৃশ্য প্রেরণায় আর অমোঘ ধাক্কায় গুরুচাঁদ ঠাকুর শুরু করেছিলেন কাজ। সে সময় ওড়াকান্দির বিল অঞ্চলের প্রায় নিরক্ষর কৃষক, লক্ষ সংখ্যায় চণ্ডাল। আর্য সংস্কৃত ধর্মশাস্ত্র মতে এরা অস্পৃশ্য।