প্রকৃতি চিকিৎসা – সাধকগণ বলেন প্রকৃতির মাঝেই রয়েছে সকল উপাচার। সকল রোগের ঔষুধ প্রকৃতি মাঝে বিরাজ করে। তা কেবল যথা সময় যথা স্থান থেকে সংগ্রহ করে যথাযথভাবে যথা সময় প্রয়োগেই তা থেকে নিবৃত্তি পাওয়া যায়। তবে সে সম্পর্কে জানতে হয় বিস্তর। আর এই জানার যাত্রায় প্রকৃতি চিকিৎসকরা প্রাচীনকাল থেকেই নানাবিধ চিকিৎসা পদ্ধতির কথা বলে গেছেন। তা তুলে ধরার প্রয়াসেই এই পর্ব-