গুরু-শিষ্য পরম্পরায় গুরু প্রদত্ত জ্ঞানকে যেমন গুরুজ্ঞান বলা হয়। তেমনি ব্রহ্মণ্ডের সীমাহীন-অনন্ত যে জ্ঞান তাও পরিচিত ‘গুরুজ্ঞান’ হিসেবে। গুরুজ্ঞান হলো সেই জ্ঞান যার দ্বারা মানুষের মনের অন্ধকার দূরীভূত হয়। আর সেই গুরুজ্ঞানের কিছু আলাপচারিতা সহজভাবে উপস্থানের জন্য কাজ করে যাচ্ছে ভবঘুরেকথা তার পাঠকের জন্য-