সাধনার ধারায় উল্লেখযোগ্য এক নাম হলো ‘নাম জপ’। বহু সাধক এই নামজপকে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনি নাম জপের ভিন্ন ভিন্ন আচার-বিচার-বিধান দিয়ে গেছেন। কার নাম জপ করা হবে, করতে হবে এ নিয়েও আছে নানান মতবাদ। এসব ভেদ-বুদ্ধির বেড়াজালে না জড়িয়ে নাম জপ সম্পর্কিত কথাবার্তা নিয়েই এই আয়োজন-