রামকৃষ্ণ কথামৃত : দ্বিপঞ্চাশৎ অধ্যায় : দ্বিতীয় পরিচ্ছেদ
১৮৮১, ৩রা ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ মনোমোহন-মন্দিরে কেশব সেন, রাম, সুরেন্দ্র, রাজেন্দ্র মিত্র, ত্রৈলোক্য প্রভৃতি সঙ্গে শ্রীযুক্ত মনোমোহনের বাটী; ২৩নং সিমুলিয়া স্ট্রীট;…
যতদূর জানা যায়, শ্রীম ছদ্মনামে মহেন্দ্রনাথ গুপ্তের সংকোলিত শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঁচ খণ্ডে যথাক্রমে ১৯০২, ১৯০৫, ১৯০৮, ১৯১০ ও ১৯৩২ সালে প্রকাশিত হয়। মহেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কথোপকথন প্রতিদিন লিখে রাখতেন। সেই লেকা সংকলনি করেই এই পাঁচ খণ্ডে বইটি প্রকাশিত হয়।