কামিনী-কাঞ্চনই যোগের ব্যাঘাত
কামিনী-কাঞ্চনই যোগের ব্যাঘাত – সাধনা ও যোগতত্ত্ব শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার (৯ই ভাদ্র ১২৮৯), শ্রাবণ-শুক্লা দশমী তিথি, ২৪শে…
যতদূর জানা যায়, শ্রীম ছদ্মনামে মহেন্দ্রনাথ গুপ্তের সংকোলিত শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঁচ খণ্ডে যথাক্রমে ১৯০২, ১৯০৫, ১৯০৮, ১৯১০ ও ১৯৩২ সালে প্রকাশিত হয়। মহেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কথোপকথন প্রতিদিন লিখে রাখতেন। সেই লেকা সংকলনি করেই এই পাঁচ খণ্ডে বইটি প্রকাশিত হয়।