দেহে কাম থাকিতে
দেহে কাম থাকিতে
সময়েতে
রস ভিয়ান কর।
তোর কাম-অনলে
রস জ্বাল দিলে
তরল রস হবে গাঢ়।।
রসের কথা বলি তোকে-
কাঁচা রস তোর যাবে ট’কে,
জারণ-মরণ করো তাকে,
মন ঠিক রেখে নাড়চাড়।
দেখ কাম হ’তে হয় রস-আবর্তন,
হয় কাম হতে প্রেম-অঙ্কুর।।
প্রেম-খোলায় রস চাপিয়ে
জ্বাল দিবে খুব হুঁসার হ’য়ে,
উথলে যেন যায় না প’ড়ে
তা’হলে শুধু হবে কর্মসার।
যদি সু-তাকে পাক নামাবি রে
স্ব-সুখ-বাসনা ছাড়।।
করবে মন ভিয়ানদারি,
বেচাকেনা হবে ভারী,
ষোল আনা বজায় করি’
যদি ব্যবসা করতে পার।
তবে মদনকে স্ববশে রাখ
হবে ভিয়ানে মজবুত বড়।।
রসিক ময়রার সঙ্গ ধ’রে
রসের ভিয়ান জান গে যা রে,
গোঁসাই গুরুচাঁদ কয়, রাধাশ্যামরে
আমার এই বাক্য ধর।
এবার ব্রজের ভাবের ভিয়ান ক’রে
মধুরত্ব লাভ কর।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
রাধাশ্যামের পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- রাধাশ্যাম দাসের বাড়ি বীরভূম জেলায়। আহম্মদপুর স্টেশনের নিকটবর্তী চাঁদপুর গ্রামে রাধাশ্যামের গুরু গুরুচাঁদ গোস্বামীর ভজন-আশ্রম। বীরভূম হইতে সংগৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….