দেখবি যদি সোনার মানুষ
দেখবি যদি সোনার মানুষ দেখসে তোরা আয়।
নাছুত, লাহুত, মালকুত, জবরুত-তত্ত্ব জান গে চারজনায়।।
ত্রিবেণীর তিন ধারায়
অধর মানুষ আসে যায়,
ঊর্ধ্ব হ’য়ে ঝোলে মানুষ,
চাঁদের মত ঝলক দেয়।
ঢাকার সহরে আছে মানুষ
চিন-সহরে চিনতে হয়।।
আঠারো মোকামে মানুষ
চলা-ফেরা করে সদায়।
একবার ঘরে, একবার বাহিরে
সদায় হাওয়া টেনে ছেড়ে দেয়।।
বাখের শা’ ফকিরে বলে, শোন ওরে বলি ভাই,
চক্ষুদানি হ’লে পরে মানুষ নাচে খেলে দেখা যায়।
ও সে হৃদকমলে থেকে মানুষ চাঁদের মত ঝলক দেয়।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….