ঢাকা সহর ঢাকা যতক্ষণ
ঢাকা সহর ঢাকা যতক্ষণ।
ঢাকা খুলে দেখলে পরে
থাকবে না তোর সাবেক মন।।
ঢাকার কথা শোন্ তোরে বলি,
ঢাকার ভিতর আছে ঢাকা তেপ্পান্ন গলি;
তাতে চতুর মানুষ কেউ না পড়ে,
পড়ে যত অন্ধজন।।
ঢাকায় কূপ রয়েছে গোটা আট-নয়,
আটের কাছে যেমন-তেমন,
একের কাছে ভয়।
সেথায় বেহুঁশারে পড়লে পরে
তখনি হারাবি জীবন।।
ঢাকাতে আছে বহুতর কারবার,
মহাজন অনেক আছে, ছুটকো দোকানদার;
ও কেউ লাভে মূলে হারিয়ে বসে,
কেউ লাভ করে অমূল্য ধন।।
চাঁদ সুদীন বলে, হায় কি করিলাম,
ঢাকেশ্বরী না পূজে কেন ঢাকাতে এলাম।
সেখায় কেউ বা দেখতে মণি-কোঠা
আমি দেখি উলুবন।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….