ভবঘুরেকথা
বাউল গান সাধু ফকির বয়াতী

ধর্ম নষ্ট ইষ্ট ভজলে নয়

ধর্ম নষ্ট ইষ্ট ভজলে নয়, জেনো সুনিশ্চয়।
রক্ষা করে ধর্ম তারে, নিজ ধর্মে যে জনা রয়।।

ধর্ম ধৃ ধাতু শাস্ত্রে কয়,-
ধারণা জান সুনিশ্চয়,
ধারণ ক’রে ধর্ম-বস্তু পোষণ করতে হয়।
ডুকৃঞ ধাতুর অর্থে সধর্মে চৈতন্যময়।।।

আগে ধর্মবস্তু কর নিরূপণ,
তবে হবে তার যাজন,
শোনা কথায় শেখা কথায় হয় না তো করণ,
স্বধর্মে নিধনং শ্রেয়ং, পরধর্মে সদা ভয়।।

সত্যযুগে ধর্ম শুক্লবর্ণ,
ত্রেতায় রক্ত, দ্বাপরে কৃষ্ণ,
কলিতে পীতবর্ণ হয়,
অপবিত্র সত্য হয় না প্রাপ্ত, বিষ্ণু মন্দিরে না ঢুকয়।।

গোঁসাই নরহরি কয়,
ধর্ম নিজের কাছে রয়,
চৈতন্য যার সেই তো বুঝে ধর্ম কারে কয়।
তাই অনুরাগী সর্বত্যাগী গুরুবস্তু ধ’র রয়।।

……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!