ধীরে চলো ও নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার একা নিরাশায়
ঝরো মনেরই দুঃখ হয়ে জরো দুচোখের অশ্রুধারায়
নদী নাও আমারে সাথে নাও আমার পানে ফিরে চাও।
রাতে চান্দের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে
হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে
বন্ধু ভিববরতি যে না আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছ কোথায় দেইখা যাও আমারে।।
সারারাত জেগে থাকি তোমারই আশায়
স্বপ্ন জুড়ে ডাকি তোমায় প্রেমেরই নেশায়
নদী নাও আমারে সাথে নাও আমার পানে ফিরা চাও
রাতে চান্দের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে
হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে
বন্ধু ভিবরতি যে না আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছ কোথায় দেইখা যাও আমারে।।
জোনাকির আলো আজ লাগে না ভালো
তুমি ছাড়া সবই বন্ধু আন্ধারও কালো
নদী নাও আমারে সাথে নাও আমার পানে ফিরে চাও
রাতে চান্দের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে
হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে
বন্ধু ভিবরতি যে না আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছ কোথায় ডাইকা যাও আমারে।।