ও আমি বিরহিণী দিন দুঃখিনী
কাঁন্দি নিশি দিনে রে বন্ধু,
দয়া নাই তর মনে
নিদয়া হইয়াছ বন্ধুরে।।
শুহিলে স্বপ্নে রে দেখি
আছো মোর সামনে,
আমি জাগিয়া না পাই তোমারে
ধারা বয় নয়নে রে বন্ধু।।
কত আশা দিলে রে আমায়
ছাড়বে না জীবনে,
আমি তোমার তুমি আমার
জীবনে মরণে রে বন্ধু।।
আমারে কান্দাইয়ারে বন্ধু
কি সুখ পাইলে প্রাণে,
আমি বুঝিব তর ভালবাসা
শেষ বিচারের দিনে রে বন্ধু।।
লোকে কয় তর নামটিরে দয়াল
শুনিয়াছি কর্ণে,
ফকির দূর্বিন শাহ কয় তুমি পাষাণ
তোমায় দয়াল কয় কোন জনে রে বন্ধু।।