ডুবে দেখ দেখি মন স্বরূপ-সাগরে
ডুবে দেখ দেখি মন স্বরূপ-সাগরে।
স্বরূপ-সাগরে যে ডুবিতে পারে অপরূপ সে রূপ নেহারে।।
স্বরূপ-সাগরে ডুবারু যে হয়,
করিয়াছে সেই রূপের নির্ণয়;
এ রূপ কোথা হ’তে এসে
কোথা যায় ভেসে,
ধ্যানী-জ্ঞানী যে-জন জানিতে পারে।।
আধ্যাত্মিক জগৎ রূপের উৎপত্তি,
স্বরূপ-সাগর সে দেশ লাহুতি,
আধ্যাত্মিক জগৎ আলমে মালকুত,
এ জড়জগৎ আলমে নাছুত,
আসিয়া হেথায় ভুলিয়াছ তায় কে তোমায় সৃজন করে।।
(ও মন) তুমি কোন্ জন চিনলে না কখন,
মনে ভেবে ভেবে দেখ ওরে মন,-
ভবে আসা-যাওয়া কর কিসের কারণ,
রশীদ বলে, মন, জান রে।।
যদি ধরবি রে অধর এই বেলা তোর
মনের মানুষ চিনে সাধন কর।
বড় নিগুম ঘরে আছে রে মানুষ,
ও তার সন্ধান আগে কর।।
সাতে পাঁচে ঘর বাঁধিয়ে করিছে কাছারি,
তিন থানাতে বিরাজ করে রে মানুষ,
ও তার রূপ মনোহর।
পাঁচ কুঠুরিতে সাত মুহুরি লেখাপড়া করে,
পাঁচ-পাঁচা পঁচিশের ঘরে রে মানুষ খেলে অনিবার।।
এক মানুষের তিনটি বরণ, জানে সর্বজন,
নবদ্বারে ঘুরে ফেরে রে মানুষ,
ও সে নিজে দীপ্তাকার।
রূপের মুরারি সেই ত্রিভুবন-জোড়া,
স্বরূপে মোহিত আছে রে মানুষ
এই সর্বরূপ তার।।
রশীদ বলে, জেন্তে ম’রে, সাধন ভজন কর,
সহজে যাইবে ধরা রে মানুষ,
ও তুই গুরুর চরণ ধর।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- রশীদ পূর্ববঙ্গের আউলিয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। বাড়ী ঢাকা জেলার ঝিটকা গ্রামে। ইনি বিখ্যাত ছাফা পীরের শিষ্য। আউলিয়া মতবাদ সম্বন্ধে তাঁহার একখানি পুস্তক ছাপা হইয়াছিল শুনিয়াছি। কুষ্টিয়ার জনাব আফসার উদ্দীন সাহেব অনুগ্রহ করিয়া রশীদের কতকগুলি গান আমাকে সংগ্রহ করিয়া দিয়াছেন।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….