ঘুচিবে সকল যাতনা
ঘুচিবে সকল যাতনা (ওরে মন আমার),
তোমার ঘুচিবে সকল যাতনা।
ঘরে ব’সে পাবে তারে, কেন সন্ধান কর না।।
ঘরে ঘরে তারি ঘটা
দেখিলে ঘুচিবে লেঠা,
না চিনে কপালে কালসিটা
আর ফেলো না।
শুধু জায়নামাজে মাথা তোমার আর ঠুকো না।।
জানিয়া নামাজের কায়দা
চিনিয়ে করিবে ছেজদা,
ছামনে রয়েছে খোদা
কেন দেখ না।
না চিনে ভূতের ছেজদা আর কোরো না।।
কাবা কি মন্দির-ঘরে
পূজে সবে তারি তরে,
সেই ঘেরা সর্বস্তরে
চেয়ে দেখ না।
না চিনে ঘুরে মরে যত দিন-কানা।।
ভূত-পূজা মোশরেক করে,
মেটে ভূত পূজে’ মরে,
অনলে জ্বালাবে তারে
ভেবে দেখ না।
তুমি জেন্দা ভূতের পূজা কর বিপদ রবে না।।
ঘোরঘার যত ছিল,
পীর সব ভেঙ্গে দিল;
রশীদ, তুমি মিছে কেন কর ভাবনা।
ঘেরা চান্দ এই মন-আকাশে চেয়ে দেখ না।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- রশীদ পূর্ববঙ্গের আউলিয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। বাড়ী ঢাকা জেলার ঝিটকা গ্রামে। ইনি বিখ্যাত ছাফা পীরের শিষ্য। আউলিয়া মতবাদ সম্বন্ধে তাঁহার একখানি পুস্তক ছাপা হইয়াছিল শুনিয়াছি। কুষ্টিয়ার জনাব আফসার উদ্দীন সাহেব অনুগ্রহ করিয়া রশীদের কতকগুলি গান আমাকে সংগ্রহ করিয়া দিয়াছেন।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….