।। শ্রীরাগ।।
গোরা পহুঁ না ভজিয়া মৈনু।
প্রেম রতন হেলায় হারাইনু।।
অধন যতন করি ধন তেয়াগিনু।
আপন করম দোষে আপনি ডুবিনু।।
সত্সঙ্গ ছাড়ি কৈনু অসৎ বিলাস।
তে কারণে লাগিল যে কর্ম্মবন্ধ ফাঁস।।
বিষয় বিযম-বিষ সতত খাইনু।
গৌরাঙ্গ-কীর্ত্তন রসে মগন নহিনু।।
কেন বা আছয় প্রাণ কি সুখ পাইয়া।
নরোত্তম দাস কেন না গেল মরিয়া।।
…………………….
কবি নরোত্তম দাস-এর পরিচিতির পাতায়…
*গোরা পঁহু না ভজিয়া মৈনু কবি নরোত্তম দাস পদটি ১৯০২ সালে রমণীমোহন মল্লিক সম্পাদিত “নরোত্তম দাস” সংকলনের ১১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….