গুরু-মহাজনের চেক
গুরু-মহাজনের চেক সাধুর ব্যাঙ্কে নাও ভাঙ্গায়ে।
নিত্য-প্রেম-পরমার্থ-তত্ত্ব আত্মদান মোহর করিয়ে।।
নিয়েছ বীজ মন্থন ক’রে
গুরু-জিহ্বা-লিঙ্গ দিয়ে,
রাখ কর্ম-যোনির পাত্রে,
বাড়াও শ্রদ্ধাভক্তির পোষণ দিয়ে।।
ক, ল, ই অনুনাসিকায়,
বুঝ তত্ত্ব সাধু যথায়,
ভুলো না আর দ্বৈত কথায়,
মজ না যেন অন্য মন্ত্র নিয়ে।।
সেই বীজের অর্থ নিজে
কাজে দেখ না বর্ত করি’ হৃদি মাঝে
বীজে পঞ্চতত্ত্ব আছে,
বোঝ সৎসঙ্গ করিয়ে।।
ভাব, প্রেম, রূপ, রসে
বীজের অঙ্কুর উঠবে ভেসে,
গোঁসাই নরহরি হেসে
অনুরাগীকে যায় কহিয়ে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….