গুরু বিনে ভবে কি ধন আছে
বস, রে মন, গুরুর কাছে।
গুরু বিনে ভবে কি ধন আছে।।
গুরু-বস্তু-ধন চিনলি নারে, মন,
অযতনে সে ধন মারা গেছে।
ও সে আলেক-রূপে সাঁই ভ্রমিছে সদাই,
সহজ মনুষ সহজ পথে যায়,
ও সে গয়া-গঙ্গা-কাশী তীর্থ বারাণসী,
সকল তীর্থ গুরুর শ্রীচরণে আছে।।
ও সে পদ্ম-পত্রের জল, করছে টলমল,
অল্প বাতাসে নদীর তুফান ছুটে,
ও যে জল ছাড়া মীন বাঁচে না একদিন,
গুরু ছাড়া শিষ্য বাঁচে কিসে?
বস, রে মন, গুরুর কাছে।।
যে জন সাধন করেছে, গুরু ধরেছে,
অধর মানুষ ধ’রে ব’সে আছে।
গুরু বিনে ভবে কি ধন আছে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….