গুরুপদে নিষ্ঠারতি
গুরুপদে নিষ্ঠারতি
হয় না মতি,
আমার গতি হবে কিসে।
মন আমার মূঢ়মতি,
সাধন ভক্তি
হ’ল না মোর মনের দোষে।।
মন আমার গুরু প্রতি
দিবারাতি
থাকত যদি চরণ-আশে।
তবে চরণ-দাসী হ’তাম,
ব্রজে যেতাম,
থাকতাম ঐ চরণে মিশে।।
পা’তাম যদি এমন বৈদ্য
মনের বেয়াধ্য
সেরে দিত সেই মানুষে।
লেগে চরণের জ্যোতি
জ্ঞানের মতি
সদায় হ’য়ে উঠত ভেসে।।
দীনহীন পাঞ্জর উক্তি-
চরণ-রতি
পান করিতাম ঘরে ব’সে
বাঁচতাম শমনের হাতে,
অন্তিমেতে
সদয় হ’তেন গুরু এসে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….