গুরুর করণ-সাধন
গুরুর করণ-সাধন -দিবানিশি ঐ ভাবনা,
তা হ’লা না।।
গুরুর করণ বিষম যাজন,
বেদ্-বিধি তার সৃষ্টিছাড়া।
আমার কথায় দৈন্য, কাজে শূন্য,
কেবল হ’ল তানা-নানা।।
সাধ ক’রে পুষিলাম পাখী,
রাধাকৃষ্ণের নাম বলে না;
কোন দিন শিকলি কেটে যাবে চ’লে,
জংলা পাখী পোষ মানে না।।
সমুদ্রের ঐ ভিতরে ব’সে
ভাবছে একটি অবোধ মানুষ,
রাধার প্রেমতরঙ্গ উজান বহে,
বালির বাঁধে ঠেক মানে না।।
মহাজনের দেনা ভারি,
দেনার জ্বালায় প্রাণ বাঁচে না
আমি হিসাব ক’রে দেখলাম বুঝে,
উসুল-বাকি তা-ও মিলে না।।
গোঁসাই হরি বলে, পদ্মলোচন,
ভজন-সাধন যোগ্যকালে;
মদে মত্ত হ’য়ে রইলাম ভুলে,
গুরুর পদে ফুল দিলাম না।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….