হিসাবি বেহিসাবি হয়োনা
হিসাবি বেহিসাবি হয়োনা, ভাই, তোমায় বলি তাই।
পড়ে রইল খশড়া খতিয়ান, আপন হিসাব দেখলি নাই
ঐ মহাজনের কাছে হিসাব,
আনলি রত্ন করলি, রে ভাব,
হয়না যেন কথার খেলাপ,
তার সনে আলাপ রাখা চাই।।
ঋণ করে মন রত্ন নিলি,
যত্নে জাহাজ বোঝাই দিলি,
লাভে মূলে সব খোয়ালি,
এখন হল ডুবে জল-শায়ী।।
মনে মনে কত আশা,
করব এবার দু’ন ব্যবসা,
ফুরালো তোর আশার বাসা,
এখন পুড়ে হ’ল ছাই।।
কত ভরা মাহাজনের
গেছে মারা মাঝ তুফানে,
গোঁসাই নরহরি ভনে,
অনুরাগীর বুদ্ধি নাই।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….