জাগলে ঘরে হবে না চুরি
জাগলে ঘরে হবে না চুরি, ও মন-বেপারী,
ছয়জন ডাকাত আইস্যা
লুইট্যা যে নেয় তেরেজুরী,
জাগলে না হবে চুরি,
ও মন-বেপারী।।
মহাজনে পুঁজি দিয়া
দিল ভবে ভাসাইয়া,
আইলা তুমি হইয়া বেপারী।
ব্যাপারেরও নাই দিশা,
সোনার দরে কিনলে সীসা;
নপছ রাজার সৈন্য সেনা
বাড়াইল চল্লিশগুণ দেনা,
ও তুমি সব ডুবাইলা কাম-সাগরের পারে,
ও মন-ব্যাপারী।।
কাম-সাগরে জ্বলছে এক সোনা-পুরী,
সেই পুরীতে যাবে যারা,
জেন্তে-মরা হবে তারা,
মরামুখে কিসের বাহাদুরি,
ও মন-ব্যাপারী।।
জবানেতে জিবরাইল, লাহুতে আজরাইল,
নাছুতে জাগাও দুইপরী,
কল্পতরু খবীর গড়ে,
মুরশিদে বর্জক ধ’রে
কাম-সাগরে যাও রে ডঙ্কা মারি’।
উদয় মাইয়ার শাসন,
মণিপুরে মুরশিদের ধন,
নয়নপুরে মাইয়ার কর্মচারী।
কখন মারে, কখন কাঁদায়,
এস্কের পুতুল কলে নাচায়,
বর্জক-ধেয়ানে লাগাও ডাণ্ডা বেড়ি,
ও মন-বেপারী।।
আট বাগ, বার থানা,
মাইয়ার চৌদ্দ জেলখানা,
চোর আইলে করবে গ্রেপ্তারি,
ও মন-বেপারী।
কালা শা কয়, বুঝ মন,
মুরশিদ অমূল্য ধন,
তায় ভজিলে মিলিবে কাণ্ডারী।
এ-কূল ও-কূল দুইকূল পাবে
ভব-যাতনা ঘুচে যাবে,
মুরশিদের কর তাঁবেদারিম
ও মন-বেপারী।।
জাগলে ঘরে হবে না চুরি।।
[এই গানটি শ্রীহট্টের জনৈক ফকিরের নিকট হইতে সংগৃহীত]
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….