জন্মে জন্মে অপরাধী তোমারই চরণে রে।
হায়রে আমারে নি আছে তোমার মনে।।
বন্ধুয়া রে,
শুনিয়াছি নামটি তোমার পতিতপাবন
দয়াময় দয়াল তুমি পাতকী তারণ,
কিঞ্ছিত দয়া করো যারে ও
তার ভয় নাই ঘোর নিদানে রে।।
বন্ধুয়া রে,
মনপ্রাণ যৌবন দিলাম চরণে
তোমার পদছায়া দিয়া রাখো জেনে,
দুরাচার আশাতে নিরাশ কইরো না
আমি দীনহীনে রে।।
বন্ধুয়া রে,
কৃপাসিন্ধু ভক্তের অধীন
নিজ গুণে করো দয়া বাসিও না ভিন,
দূর্বিন শাহ তোর চিরদাসী
জিয়নে মরণে রে।।