ভবঘুরেকথা

কাজ করে যে

কাজ করে যে, সে-ই সে কাজের কাজী হয়।
আছে কথায় ধন্য, কাজে শূন্য,
অমন কতশত পাওয়া যায়।।

কাজ করিলে হয় সে কাজী,
ধরিয়া প্রেম-তরীর মাঝি,
মনে-প্রাণে হ’য়ে রাজী
ওঠে প্রেমের নায়।
তারা প্রেমে ডগমগ হ’য়ে,
রূপ দেখে রসে যেয়ে,
গুরুর পদে বিক্রী হ’য়ে
সদায় হরিগুণ গায়।।

গুরুর মুখ-পদ্ম বাক্য
যার হয়েছে হৃদে ঐক্য,
তার কাছে নাই বিচার-তর্ক,
গুরুর বাক্য সার।
(ও) তার ধ্যানে গুরু, জ্ঞানে গুরু,
অন্তরে বাহিরে গুরু,
রূপ নেহারে গুরু,
গুরুর রূপে রূপ মিয়ায়।।

ধনী, মানী, পণ্ডিত যারা
বিচার-তর্ক করেন তাঁরা,
কথায় কথায় কার্য সারা,
কাজে কিছু নয়।
(ও) তার ভুল হ’য়ে যায় গুরুতত্ত্ব,
না জানে তার কি মাহাত্ম্য,
বই-পুস্তকে হ’য়ে মত্ত
বকাউল্লা নাম ফলায়।।

আর বেশ-ভূষা করিয়া গায়
লোক দেখাইয়া করে হায় হায়,
লোকের কাছে ভাবুক জানায়
নামাবলী গায়।
গোঁসাই চণ্ডী বলে,
রং ধরেছে মাকাল ফলে;
আসল কাজের কাজী না হ’লে
যেতে হবে যমালয়।।
চণ্ডী গোঁসাই

…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- চণ্ডী গোঁসাই ফরিদপুর জেলার কোটালিপাড়া গ্রাামের অধিবাসী ছিলেন। ফরিদপুর, খুলনা ও যশোহর জেলার নম:শূদ্রজাতির মধ্যে ইঁহার বহু শিষ্য আছে। ফরিদপুর জেলার নম:শূদ্র জাতীয় এক বৃদ্ধ বাউল চণ্ডী গোঁসাই-এর প্রায় একশত গান-সংবলিত একখানি খাতা আমাকে দিয়াছেন। তাহার মধ্য হইতে কয়েকটি গান লওয়া হইল।

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!