খোঁজো সপ্ত স্বর্গ
খোঁজো সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, মন,
যাতে মিলিবে রতন।
খুঁজিতে খুঁজিতে যাবি মধুর বৃন্দাবন।।
আগে চতুর্দলে ধর গে গোড়া,
ষড়দলে লাগবে জোড়া,
রসিক হ’বি তোরা।
পরে মণিকোঠায় ধন পাইলে
পাবি সম্পত্তি তখন।।
ও তুই চ’লে যাবি ব্রহ্মপুরী
দিয়া হিংসা-নিন্দায় গলায় দড়ি,
ভয়-ভাবনা তুচ্ছ করি,
ছয় রিপু তোর বশ হইবে
হবি আনন্দে মগন।
ও তুই ব্রহ্মেতে চড়বি যখন,
দেখবি বেদবিধি সব ঘোলের মতন;
তন্ত্রমন্ত্র সব খসবে তখন।
গোঁসাই চণ্ডী বলে জন্মমৃত্যু
আর তোর হবে না কখন।।
–চণ্ডী গোঁসাই
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- চণ্ডী গোঁসাই ফরিদপুর জেলার কোটালিপাড়া গ্রাামের অধিবাসী ছিলেন। ফরিদপুর, খুলনা ও যশোহর জেলার নম:শূদ্রজাতির মধ্যে ইঁহার বহু শিষ্য আছে। ফরিদপুর জেলার নম:শূদ্র জাতীয় এক বৃদ্ধ বাউল চণ্ডী গোঁসাই-এর প্রায় একশত গান-সংবলিত একখানি খাতা আমাকে দিয়াছেন। তাহার মধ্য হইতে কয়েকটি গান লওয়া হইল।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….