কি বলে বুঝাব বুঝিতে পারি না
তিনদিন পরে ত্রিগুণের পারে স্রোতের জলেতে ডুবিল প্রতিমা
দশমীর দশা এক সমদশা, কি বলে বুঝাব বুঝিতে পারি না।।
পার্বতী চলে গেলেন কৈলাসে,
মিশেছেন সতী কূটস্থ পুরুষে,
সুখে কি দু:খেতে বিপদে হরষে
কে আমি, আমার মনেই আসে না।।
ইচ্ছা খেলে হয় যার নাম সিদ্ধি,
পরমানন্দ যাতে হয় বৃদ্ধি,
ভাল-মন্দ যায় হ’লে পরাবুদ্ধি,
মান-অপমান কিছুই থাকে না।।
কর্ম শেষ হ’লে সে দশা কি হয়-
কথাতে বলিয়া বুঝাবার নয়,
ক্রিয়াবান লোকে বুঝিবে নিশ্চয়,
বিজয়াতে জয়, সফল বাসনা।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….