কি মজার ফুল ফুটেছে
কি মজার ফুল ফুটেছে এই রঙের মাঝার।
দেখতে চমৎকার ভাসছে রে ফুল নিরাকার।।
মূল রয়েছে তদন্তরে, তদন্তরে নবীর দৃষ্টিকার,
লগ্নযোগে লিখা কোষ্ঠী, দৃষ্টি রাখে সৃষ্টিধর,
কি চমৎকার সেই অমূল্য ফুল তোলে সাধ্য কার।।
যোগীন্দ্র, ইন্দ্র আদি ফুলের চতুর্ধার,
ফুলে নৃত্য করে ভ্রমর-অলি,
ফুলে ব’সে আছে শশধর,
ফুলের উপর লিখছেন বিধি, দেবতা আদি,
বুঝা ভার, সাধ্য হয় কার।।
গরল ফুলের চুতর্ধারে,
তাই খেয়ে যে জীর্ণ করে,
এমন সাধু কোথাকার রে,
শুনে লাগে ভয়,
সে স্থলে বার পুষ্প ফোটে,
বার মাস দেখা যায়;
অলগ্নে খেললে জুয়া,
কত ফুল পড়ে ভূয়া,
লগ্নযোগে যদি এক ফুল রয়।
ফুল যেন সে চাঁদের তুল্য,
তাক লেগে যায় দেখতে তার।।
সে ফুল পায় কোন্ জন,
হক নজরে দয়া ক’রে
দিয়েছেন বিধি যারে যেমন।
ওরে পাগলা কানাই, না ধরে বিচার,
করে মিছে কাঠকাছারী সার।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….